Loading Now

ডিবির অভিযানে গাঁজা সহ ৩ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সারে ৯ টায় এর দিকে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের এস আই মোঃ মেহেদী হাসানের সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

সূত্রে জানা গেছে, বরিশাল মহানগরী এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান এবং আইন-শৃঙ্খলা রক্ষা ডিউটি করার সময় এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ব্রিজে অবস্থানকালে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন মোঃ সাইফুল ইসলাম(২৬) পিতাঃ আবুল প্যাদা সাং কনকদিয়া, থানা বাউফল, ফারজানা বেগম(৩০), পিতাঃ মৃত আলী মিয়া, মোসাঃ সুমি (৩৫) পিতাঃ আবুল কালাম, উভয় সাং কুমিল্লা সদর, থানা কুমিল্লা কোতোয়ালী। আটকের পর তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।

এবিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মেহেদী হাসান জানান, আমাদের মাদক বিরোধী অভিযান চলছিলো এবং গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে আমরা মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষনা করেছি।”

Post Comment

YOU MAY HAVE MISSED