Loading Now

‘সিডরম্যান’র মৃত্যুর ৮ বছর পর হত্যা মামলা দায়ের

বরগুনা প্রতিনিধি ।।

সিডরপীড়িত মানুষদের বাঁচানোর জন্য ‘সিডরম্যান’ খ্যাত জয়দেব দত্তের হত্যার বিচার দাবিতে আট বছর পর আদালতে মামলা করেছেন তার ছেলে প্রসেনজিৎ দত্ত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি বরগুনার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

মামলায় জয়দেব দত্তের শ্যালক সঞ্জীব দাশকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া তালতলীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যান রেজবি-উল কবির জোমাদ্দার ও মনিরুজ্জামান মিন্টু, তিন ইউপি চেয়ারম্যানসহ মোট ১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

২০০৭ সালের ১৫ নভেম্বর সিডর ঘূর্ণিঝড়ের রাতে জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে গিয়ে ‘সিডরম্যান’ হিসেবে খ্যাতি অর্জন করেন জয়দেব দত্ত। পরে ২০১৭ সালের ২ আগস্ট রাতে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ উঠে।

বাদী প্রসেনজিৎ দত্তের দাবি, তার মামা সঞ্জীব দাশসহ অন্যান্য আসামিরা জয়দেব দত্তের কোটি টাকার সম্পত্তি দখলের উদ্দেশ্যে তাকে হত্যা করে। তৎকালীন সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হস্তক্ষেপে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিয়ে মামলা করতে বাধা দেওয়া হয়।

প্রসেনজিৎ দত্ত বলেন, বাবার হত্যার বিচার চেয়ে মামলা করতে পারব—এটা কখনও ভাবিনি। উপর ওয়ালার ভরসা রেখেই আজ এই মামলা করেছি।

তিনি আরো বলেন, প্রধান আসামি আমার মামা সঞ্জীব দাশের পরিকল্পনায় আসামিরা আমার বাবার সম্পত্তি দখল করতেই পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা হত্যা করেই খ্যান্ত হয়নি আমার বাবা আত্মহত্যা করেছে বলে অপবাদ দিয়ে তৎকালীন সময়ে মামলা করতে দেয়নি। সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নগ্ন হস্তক্ষেপে দ্রুত লাশের সৎকার করার নির্দেশ দেন। আমার বিশ্বাস আমি বাবার হত্যার বিচার পাব।

অভিযুক্ত সঞ্জীব দাশ অভিযোগ অস্বীকার করে বলেন, মামলায় আমাকে হয়রানির উদ্দেশ্যেই আসামি করা হয়েছে।

পিবিআই পটুয়াখালীর পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, আদালতের নির্দেশনা পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED