ড্যাবের নেতৃত্বে হারুন-শাকিল প্যানেল
অনলাইন ডেক্স ।।
বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) আবারও সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. হারুন আল রশীদ। একই সঙ্গে মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছেন তিনি।
শনিবার দিবাগত রাত ১২টা ২৪ মিনিটে অধ্যাপক ডা. হারুন আল রশীদ নিজেই আমার দেশকে এ তথ্য জানান।
তিনি বলেন, এখনও আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা হয়নি। তবে ১৪০ থেকে ১৬০ ভোটের ব্যবধানে সভাপতি, মহাসচিবসহ পূর্ণ প্যানেলে জয় পেয়েছি আমরা।
এর আগে শনিবার দুপুর ১টায় রাজধানীর কাকরাইলের উইলস লিটন ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত।
জানা গেছে, তিন হাজার ১৩১ জন ভোটারের মধ্যে দুই ৬শ’র জন ভোটার ভোট দিয়েছেন। ভোটগ্রহণে শেষ হওয়ার তিন ঘণ্টা পর শুরু হয় গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে ও একাধিক প্যানেল থাকায় গণনায় বিলম্ব হয়।
সভাপতি ছাড়াও অধ্যাপক হারুনের প্যানেলে মহাসচিব পদে জয় পেয়েছেন ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি হিসেবে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপু। সর্বশেষ কমিটির সভাপতিও ছিলেন অধ্যাপক হারুন।
প্রতিদ্বন্দ্বী প্যানেলে একেএম আজিজুল হকের নেতৃত্বে লগেছেন মহাসচিব পদে অধ্যাপক আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফউদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম যুগ্ম মহাসচিব পদে ডা. আবু মো. আহসান ফিরোজ। এ দুই প্যানেলে বাইরে ডা. ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
Post Comment