Loading Now

বরিশালে সাংবাদিকদের জন্য সিজিএস’র ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

আজ রবিবার ১০ আগস্ট তথ্য যাচাই ও ভুয়া সংবাদ প্রতিরোধে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বরিশাল ক্লাবে একটি দিনব্যাপী ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এটি চলমান সারাদেশব্যাপী সিজিএস-এর ফ্যাক্ট-চেকিং প্রশিক্ষণ কার্যক্রমের সর্বশেষ আয়োজন। সিজিএস প্রতিশ্রুতি দিয়েছে, আগামীতেও আগের চেয়ে আরও বিস্তৃত পরিসরে এ ধরনের প্রশিক্ষণ অব্যাহত থাকবে।
প্রশিক্ষণ পরিচালনা করেন ফ্যাক্টওয়াচ-এর সহকারী সম্পাদক শুভাশীষ দাস রায় দীপ। তিনি ছবি ও ভিডিও থেকে সঠিক লোকেশন শনাক্তকরণ, তথ্যের প্রামাণিকতা যাচাই, এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন ডিজিটাল ভেরিফিকেশন টুলস এর পেশাদার ব্যবহার নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন।
কর্মশালায় সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে ফ্যাক্ট-চেকিং দক্ষতা সাংবাদিকতার একটি অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সঠিক তথ্য যাচাই কেবল সাংবাদিকদের বিশ্বাসযোগ্যতা রক্ষা করে না, বরং সমাজে দায়িত্বশীল সংবাদ পরিবেশ নিশ্চিত করে। সিজিএস দেশব্যাপী সাংবাদিকদের এ দক্ষতা অর্জনে কাজ করছে এবং তা আরও সম্প্রসারণ করবে।”
সিনিয়র সাংবাদিক আনিসুর রহমান স্বপন বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতা অনেক চ্যালঞ্জিং হয়ে উঠেছে। দ্রুত সময়ের মধ্যে সংবাদ প্রেরণের জন্য রিপোর্টারদের উপর চাপ থাকে। ফলে, অল্প সময়ের মধ্যে সংবাদের সত্যতা যাচাই করাটা কঠিন হয়ে ওঠে। তবুও, আধুনিক টুলসগুলো কিভাবে দ্রুত সময়ের মধ্যে সত্যতা যাচাই করা যায়, সে বিষয়ে আমাদেরকে দক্ষতা বাড়াতে হবে”।
এক নারী সাংবাদিক বলেন, “অনলাইনে যৌন হয়রানি, নারীদের প্রতি সাইবার বুলিং এবং নারীদের লক্ষ্য করে প্রচারিত বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় ফ্যাক্ট-চেকিং দক্ষতা অত্যন্ত জরুরি। এই প্রশিক্ষণ আমাদের পেশাগত সুরক্ষা ও সামাজিক দায়িত্ব পালনে সহায়ক হবে। এজন্য আমি সিজিএসকে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানটি ফ্যাসিলিটেট করেন সিজিএস’র গবেষণা সহযোগী রোমান উদ্দিন এবং তাকে সহায়তা করেন গবেষণা সহযোগী দেবী কর্মকার। এছাড়াও, কর্মশালায় উপস্থিত ছিলেন সিজিএস’র পরিচালনা পর্ষদের সদস্য সুবীর দাস ও ফাহমিদা হক।
শেষে অংশগ্রহণকারীদের সিজিএস-এর উদ্যোগে গড়ে ওঠা ‘ফ্যাক্টচেকিং হাব’ (www.factcheckinghub.com) সম্পর্কে অবহিত করা হয়। প্ল্যাটফর্মটিতে দেশের বিভিন্ন স্বীকৃত ফ্যাক্ট-চেকিং সংস্থার যাচাইকৃত তথ্য সংরক্ষিত আছে, যা সাংবাদিকদের পেশাগত কাজে একটি গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ব্যবহৃত হতে পারে।

সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)
সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) বাংলাদেশ ভিত্তিক একটি থিঙ্ক ট্যাঙ্ক যা সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্র এবং উন্নয়নের বিষয়ে গবেষণা ও মিডিয়া স্টাডি পরিচালনা করে। দ্রুত পরিবর্তনশীল জাতীয় ও বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবেলায় এটি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো শিক্ষাগত সম্প্রদায়, সরকার, বেসরকারি খাত, সুশীল সমাজ এবং উন্নয়ন অংশীদারদের মধ্যে শাসনের মান উন্নত করা, বাংলাদেশের নিরাপত্তার চাহিদা পূরণ করা, দারিদ্র্য নিরসনের জন্য উপলব্ধ সম্পদের দক্ষ ও বিচক্ষণ ব্যবহার করার শর্ত তৈরি করা, মানব সম্পদ উন্নয়ন, এবং বর্ধিত গণতন্ত্রীকরণ, অংশগ্রহণ এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলার স্থিতিশীলতা।

Post Comment

YOU MAY HAVE MISSED