বরিশালে আগুনে পুড়ে ছাই বসতঘর
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ড কোতয়ালী মডেল থানাধীন ঘড়ামী বাড়ির পোল বাবরি মসজিদ সড়কে মাটির চুলার আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে টিয়াখালি বাবরি মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই অগ্নিকান্ডে ৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বসতঘরের বেল্লাল হোসেন হাওলাদার। বেল্লাল হোসেন সাংবাদিকদের বলেন,বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধ মা-বাবার ঘর থেকে খাবার খেয়ে তার নিজের ঘরে অবস্থান করছিলো।
এমন সময় লাকড়ির চুলার পাশে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরন হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার আগেই পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেতে দুপুরেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
Post Comment