Loading Now

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক ।।

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বরিশালেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর বরিশাল এর আয়োজনে সকাল ১১ টায়আ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাছের পোনা অবমুক্তকরণ, বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক স্থানীয় সরকার বরিশাল বিভাগ খন্দকার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার বরিশাল মোঃ শরিফ উদ্দীন, উপ–পুলিশ কমিশনার (উত্তর) সদর দপ্তর মেট্রোপলিটন পুলিশ সুশান্ত সরকার, পিপিএম সেবা, উপ প্রকল্প পরিচালক, মৎস্য দপ্তর বরিশাল বিভাগ আজাহারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি দাসসহ মৎস্য কর্মকতার ও মৎস্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুরুতে ডিসি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। র‍্যালি শিল্পকলা একাডেমি থেকে শুরু হয় শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা জাতীয় মৎস্য সপ্তাহের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

সভায় বক্তারা দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষা, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

এসময় বক্তারা বলেন,“মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সকলকে একসাথে কাজ করতে হবে। অভয়াশ্রম গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশীয় মাছের স্বাদ পায়। একইসাথে সুষ্ঠুভাবে সংরক্ষণ ও বাজারজাতকরণ নিশ্চিত করতে হবে।”

পরে বরিশাল জেলায় ১০ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে ক্রেস্ট বিতরন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

Post Comment

YOU MAY HAVE MISSED