Loading Now

সেই আলামিনের জালে এবার ২৪ কেজির কোরাল, বিক্রি ৩৬ হাজার টাকায়

কুয়াকাটা প্রতিনিধি ।।

পটুয়াখালীর কুয়াকাটায় বঙ্গোপসাগরে জেলের জালে ২৪ কেজি ওজনের বিশাল একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে এক মৎস্য ব্যবসায়ীর কাছে মাছটি ৩৬ হাজার টাকায় বিক্রি করেন জেলে আল আমিন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে কুয়াকাটা মাছ বাজারে মাছটি তোলা হয়। মাছটির ওজন হয় ২৩ কেজি ৬৫০ গ্রাম। ১ হাজার ৫২০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৯৩৮ টাকায় মাছটি বিক্রি হয়।

ব্যবসায়ীরা জানান, এর আগে গত ১৫ আগস্ট কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুরবন এলাকায় আল-আমিন মাঝি সাগরে ইলিশ ধরতে গেলে সমুদ্রে ভাসমান অবস্থায় ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ পেয়েছিলেন। মাছটি এ বাজারেই ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।

গাজী ফিশের স্বত্বাধিকারী মো. বশির গাজী বলেন, এমন বড় সাইজের মাছের চাহিদা অনেক বেশি। তাই আমরা উপকূলীয় এলাকার জেলে এবং বড় মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছগুলো সংগ্রহ করি। আজকে সুন্দরবন থেকে এ মাছটি আমি সংগ্রহ করেছি, আশা করছি বেশ ভালো দামেই বিক্রি করতে পারব।

ওয়াল্ডফিশ-বাংলাদেশের গবেষণা সহকারী বখতিয়ার রহমান বলেন, বর্ষা মৌসুমে মূলত মাছ ধরার উপযুক্ত সময়। এ সময় উপকূলের নদনদীসহ বঙ্গোপসাগরের মোহনায় বড় সাইজের ইলিশ, কোরালসহ সামুদ্রিক বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ে। বড় সাইজের কোরাল মাছ অনেক সময় রোগাক্রান্ত হওয়া, পেটে ব্যথা হওয়া, মাইক্রোপ্লাস্টিকের প্রভাব, পলিথিন বা প্লাস্টিক খেলে ভেসে থাকে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি উপকূলের জেলেদের জন্য অত্যন্ত সুখবর। এমন সাইজের বড় কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে। এটি নিষেধাজ্ঞার একটি সুফল। সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে উপকূলের জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাবে বলে ধারণা করা যাচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED