Loading Now

কর্মস্থলে ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক ।।

৪৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার বিকেল ৩ টায় নিজ নিজ কর্মস্থলে রোগী সেবায় ফিরেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডা. মো. নাজমুল হুদা। এছাড়া আগামীকাল থেকে ক্লাসে ফিরছেন মেডিকেল কলেজ শিক্ষার্থীরা।

এর আগে ইন্টার্ন চিকিৎসক ও কলেজ শিক্ষার্থীদের কর্মস্থল এবং ক্লাসে ফিরতে অনুরোধ জানান হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। পরিচালকের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৩টায় কর্মে যোগদান করেন ইন্টার্ন চিকিৎসকরা।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী জুবায়ের আল মাহমুদ বলেন, স্বাস্থ্য সংস্কার আন্দোলনের নামে কতিপয় সন্ত্রাসী আমাদের চিকিৎসক, নার্স ও স্টাফ এমনকি আমাদের মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উপর হামলা করছে। রাস্তায় শিক্ষার্থীরা বেড় হলে তাঁদের গালিগালাজ ও ধাওয়া করা হয়। আমরা আমাদের নিরাপত্তার দাবিতে সোমবার সকাল ৮টার পর থেকে ক্লাস বর্জন করি। অতঃপর আজ মঙ্গলবার হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্যার ও আমাদের উপাধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন বাবলু স্যার আমাদের ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ দেন। তাদের নির্দেশ ও আশ্বাসের প্রেক্ষিতে আমরা আগামীকাল বুধবার থেকে ক্লাসে ফিরবো।

ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে ডা. মো. নাজমুল হুদা বলেন, পরিচালক স্যারের আশ্বাসের প্রেক্ষিতে আমরা বিকেল ৩ টায় কর্মস্থলে ফিরেছি। ১৭ আগস্ট স্বাস্থ্য সংস্কারের আন্দোলনের নামে কিছু দুষ্কৃতকারী আমাদের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. দিলীপ রায় স্যারের উপর অতর্কিত হামলা চালায়। এরই প্রেক্ষিতে আমরা ওই দিন বিকেল ৩ টা থেকে কর্মবিরতিতে যাই। কিন্তু পরিচালক স্যারের অনুরোধ ও রোগীদের কথা বিবেচনা করে আমরা হাসপাতালে জরুরি সেবা চালু রাখি। পাশাপাশি আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই। তাদের গ্রেফতার করা না হলে আমরা কমপ্লিট শাটডাউনে যাবো বলে দাবি জানাই। আজ দুপুর ১২ টার পর পুলিশ হামলাকারী একজনকে গ্রেফতার করছে বলে আমাদের নিশ্চিত করা হয়। আমাদের বাকী দাবি গুলো বিষয়ে পরিচালক স্যার গুরুত্ব দিয়েছেন। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহার করে পুনরায় কাজে ফিরেছি।

সিনিয়র ও মিড লেভেলের সকল চিকিৎসকসহ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালে রোগী সেবা দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, ইন্টার্ন চিকিৎসকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে। তার ইতোমধ্যে কাজে যোগদান করেছেন। তিনি বলেন, এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার’র সাথে কথা হয়েছে। তিনি বলেছেন ওই চিকিৎসককের উপর হামলা ও আন্দোলনের সাথে জড়িত হামলাকারী ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতার অভিযান চলছে। এছাড়া নিরাপদ কর্মস্থলের জন্য পুলিশ আমাদের সহযোগিতা করছেন এবং করবেন বলে জানান পুলিশ কমিশনার।

Post Comment

YOU MAY HAVE MISSED