Loading Now

উজিরপুরে প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ককটেল উদ্ধার

উজিরপুর প্রতিনিধি ।।

বরিশালের উজিরপুরে রাতের আধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রবাসীর বাড়ি অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ২টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর হস্তিশুনড ফাজিল মাদ্রাসার পশ্চিম পাশে মৃত হাবিব বয়াতীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী ইউনুস বয়াতীর পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সময় হঠাৎ বসতঘরের ছাদে একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ছুটে আসেন। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় পরিবারের সদস্যরা অক্ষত থাকলেও ঘরের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অগ্নিসংযোগের কারণ এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং পূর্ব থেকে চলমান চাঁদাবাজির জেরে প্রতিহিংসাবশত এ হামলা হতে পারে। তারা অভিযোগ করেন, এলাকার কিছু ভাড়াটে লোকজন দীর্ঘদিন ধরে তাদের কাছে বিভিন্নভাবে চাঁদা দাবি ও হুমকি দিয়ে আসছে।

এদিকে হঠাৎ এই অগ্নিকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বলেন, “খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।”

Post Comment

YOU MAY HAVE MISSED