Loading Now

দেবের সঙ্গে সানি লিওন, ভিডিও ভাইরাল

বিনোদন ডেক্স ।।

ধূমকেতু নিয়ে বাংলা সিনেমা প্রেমিদের কাছে এখন বেশ আলোচনায় দেব-শুভশ্রী। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রেম ভাঙার দশ বছর পর সিনেমায় এই জুটিকে দেখে রীতিমতো উত্তেজিত দর্শকরা। সময়টা ভালো উপভোগ করছেন দেব-শুভশ্রী ভক্তরা।

 

ঠিক এ সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল দেবের আরও একটি ভিডিও। যেখানে বলিউডের বেবিডল খ্যাত সানি লিওনের সঙ্গে রোমান্টিক ডান্স করছেন দেব।

এদিকে দেবের জনপ্রিয়তা এখন বেশ তুঙ্গে। তার ওপর বি-টাউনের নায়িকা সানি লিওনের ক্রেজও কিছু কম নয়। তাই দুই ইন্ডাস্ট্রির মানুষ পা মেলালেন একসঙ্গে।

দেব-সানি সানি লিওনের সেই প্রেমে মাখো মাখো ডান্স মুগ্ধ হয়ে দেখছেন মানামি ঠাকুর ও মিঠুন চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় পুনরায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

তবে এটা সাম্প্রতিক কোনো ভিডিও নয়। চার বছর আগে সানি ও দেব ডান্স করেছিলেন ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২-তে। সেটাই নতুন করে আবারও আলোচনার সৃষ্টি করেছে।

‘ডান্স বাংলা ডান্স জুনিয়র সিজন ২’-এর ফাইনাল পর্বে এসেছিলেন সানি লিওন। ওই সময় দেবের সঙ্গে তাকে পা মেলাতে দেখা গিয়েছিল। অনুষ্ঠানটিতে বিচারকের আসনে ছিলেন দেব। এ সময় সানির সঙ্গে তাকে ডান্স করতে দেখা যায়।

এদিকে গত ১৪ আগাস্ট মুক্তি পেয়েছে দেব-শুভশ্রীর ধূমকেতু। ইতোমধ্যে বক্স অফিসে তা অভূতপূর্ব সাড়া ফেলেছে। সিনেমা হলে এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন দশর্কেরা। ছবি মুক্তির প্রথম দিন থেকে দেব-শুভশ্রীকে দেখার জন্য হাউজফুল

 

ধূমকেতুর সাফল্যের মাঝেই মুক্তি পেয়েছে দেবের রঘু ডাকাতের টিজার যেখানে দেবের রঘু ডাকাতের লুকস সবাইকে মুগ্ধ করেছে। পূজার সময় মুক্তি পাবে রঘু ডাকাত

 

Post Comment

YOU MAY HAVE MISSED