Loading Now

ভুটানে দারুণ জয়ে সাফ যাত্রা শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেক্স ।।

ভুটানে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব–১৭ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। স্বাগতিক ভুটানকে ৩–১ গোলে হারিয়ে কোচ মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা টুর্নামেন্ট শুরু করেছে দারুণ জয় দিয়ে।

ম্যাচের শুরুটা কিছুটা অগোছালো ছিল বাংলাদেশের জন্য। শুরুতে ভুটানের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হয় গোলরক্ষক মেঘলা রানী রায়কে।

তবে ধীরে ধীরে ছন্দে ফেরে বাংলাদেশ।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ গড়েও গোলের দেখা পাচ্ছিল না অর্পিতারা।

৪২ মিনিটে সুরভী আকন্দ প্রীতির শট ক্রসবারে লেগে ফিরে আসে। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৭ মিনিটে) আলপি আক্তারের বাড়ানো বল থেকে হেডে গোল করে জট ভাঙেন প্রীতি।

১–০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লাল–সবুজের মেয়েরা। ৫৪ মিনিটে ফাতেমা আক্তারের পাস থেকে আলপি আক্তার বক্সের বাইরে থেকে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন। ৬১ মিনিটে অবশ্য ভুটান ব্যবধান কমায়। মেঘলার ফেরানো বল থেকে গোল করেন রিনজিন দেমা ছোদেন (২–১)।

কিন্তু খুব দ্রুত আবার ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৬৫ মিনিটে কর্নার থেকে আসা বল জটলার মধ্যে পেয়ে আলতো স্পর্শে জালে পাঠান আলপি আক্তার। ম্যাচে এটিই ছিল তার দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানেই জয় পায় বাংলাদেশ।

এই জয়ে দুর্দান্ত সূচনা করল অর্পিতা বিশ্বাস, আলপি আক্তার, সুরভী আকন্দ প্রীতিরা।

Post Comment

YOU MAY HAVE MISSED