Loading Now

তিন দফা দাবিতে দক্ষিণাঞ্চল অচলের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক ।।

অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে ববির মূল ফটকে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এই দাবি আদায়ে গত ২৪ দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি করছে। এরপর শিক্ষার্থীরা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।

এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিনের আন্দোলনের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে তাদের সাথে এখনো পর্যন্ত কোন রকমের যোগাযোগ বা আশ্বাস দেওয়া হয়নি। যদি অবিলম্বে তাদের দাবি পূরণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হয় দক্ষিণাঞ্চল অচলের মত কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেওয়া হয়।

এসময় বক্তৃতা দেন, শিক্ষার্থী ভূমিকা সরকার, মোশাররফ হোসেন, আশিক আহমেদ, অমিও মন্ডল, রাকিব আহমেদ, মৃৃত্যুঞ্জয় রায় এবং আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠার ১৪ বছর পরও পূর্ণাঙ্গ রূপ পায়নি ববি। বর্তমানে ২৫টি বিভাগের জন্য কমপক্ষে ৭৫টি শ্রেণিকক্ষের প্রয়োজন হলেও রয়েছে মাত্র ৩৬টি। তাই অনেক সময় শিক্ষার্থীদের খেলার মাঠে পাঠগ্রহণ করতে হচ্ছে। পাশাপাশি বাড়ছে সেশনজট।

এছাড়াও শিক্ষক, আবাসন সংকটের পাশাপাশি গ্রন্থাগারে বইয়ের তীব্র সংকটে শিক্ষাজীবন ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। ১০ সহস্রাধিক শিক্ষার্থীর জন্য একটি মাত্র খেলার মাঠ থাকলেও নেই সুইমিং পুল বা জিমনেশিয়াম। ঝুঁকিপূর্ণ পরিবহণে প্রতিদিন দুর্ভোগকে সঙ্গী করে যাতায়াত করতে হচ্ছে শিক্ষার্থীদের। একটি ভবনেই প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম চলমান থাকায় শিক্ষার্থীদের পাশাপাশি দুর্ভোগে রয়েছে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরাও।

Post Comment

YOU MAY HAVE MISSED