Loading Now

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

স্পোর্টস ডেক্স।।

এশিয়ার নারী ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে এবার থাকছেন পাঁচ বাংলাদেশি ফুটবলার। যদিও এখনো কোনো বাংলাদেশি ক্লাব এই আসরে খেলার সুযোগ পায়নি, তবে ভুটানের ক্লাব রয়েল থিম্পু কলেজের হয়ে মাঠে নামবেন তারা।

রয়েল থিম্পুর হয়ে এবারের আসরে খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা ও স্বপ্না রানী।

আগামী ২৫ আগস্ট লাওসে শুরু হবে টুর্নামেন্টের প্রথম পর্ব, চলবে ৩১ আগস্ট পর্যন্ত।

‘ডি’ গ্রুপে রয়েছে রয়েল থিম্পু কলেজ। তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও লাওসের ক্লাবগুলো।
এর আগে গত আসরেও ভুটানের ক্লাবটির হয়ে খেলেছিলেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। তবে কাগজপত্রের জটিলতায় মাঠে নামতে পারেননি দেশের তারকা ফরোয়ার্ড সাবিনা খাতুন।

বর্তমানে রয়েল থিম্পুর হয়ে ভুটানের ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা। আর আফঈদা খন্দকার ও স্বপ্না রানী শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগ খেলতেই ক্লাবটির সঙ্গে নিবন্ধিত হয়েছেন।

ইতোমধ্যে পাঁচ বাংলাদেশিকে সঙ্গে নিয়ে রয়েল থিম্পু কলেজ দল লাওসের উদ্দেশে রওনা দিয়েছে। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, এবারের টুর্নামেন্টে আফঈদারা নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসরে।

Post Comment

YOU MAY HAVE MISSED