Loading Now

পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে – মুফতি ফয়জুল করিম

নিজস্ব প্রতিবেদক ॥

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যেগে ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর গির্জা মহল্লা ( বিবির পুকুর উওর পাড় ) প্রাঙ্গণে নগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি বলেন, শিক্ষা, চরিত্র, দেশ ও দ্বীন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নীতি-নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী চেতনাই একটি আদর্শ জাতি গঠনের মূলভিত্তি।

তিনি আরও বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য গণ-অভ্যুত্থান সংগঠিত হয় নাই। আগামী নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে। আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম । তিনি বলেন, ৩৪ বছরের পথচলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রমাণ করেছে যে, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী চেতনা দিয়েই ছাত্রসমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।

আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার,সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান,ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি শেখ আব্দুল্লাহ নাসির, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সেক্রেটারী আবুল হাসান মুহাম্মাদ ইয়াহহিয়া,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি এম এম সালাউদ্দীন, বি এম কলেজ সভাপতি জিয়াউর রহমান নাঈম,ববি সভাপতি হাসিবুল ইসলাম, চরমোনাই আলিয়া শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।

Post Comment

YOU MAY HAVE MISSED