Loading Now

ডাকসু নির্বাচন: প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন ২৬ আগস্ট থেকে

অনলাইন ডেক্স ।।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ২৬ আগস্ট থেকে প্রচারণ চালাতে পারবেন প্রার্থীরা। এর আগে প্রচারণা চালালে তা নির্বাচনের আচরণ বিধি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে এবং প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ (বৃহস্পতিবার) থেকে ২৫ আগস্ট পর্যন্ত কেউ হল কিংবা ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন না। ২৬ আগস্ট থেকে প্রার্থীরা প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখিত সময়ের মধ্যে প্রচারণা চালালে এটি ডাকসু নির্বাচন ২০২৫-এর আচরণবিধি ভঙ্গ হিসাবে বিবেচিত হবে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডাকসুর তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। পরদিন বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে।

অন্যদিকে, প্রাথমিক বাছাইয়ে যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে, তাদের বিষয়ে কমিশনের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যাদের প্রার্থিতা স্থগিত করা হয়েছে, তাদেরকে আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে হবে। ওই সময়ের পরে আপিল করলে তা গ্রহণযোগ্য হবে না।’

Post Comment

YOU MAY HAVE MISSED