Loading Now

ট্রান্সফরমার বিস্ফোরণ: একই পরিবারের তিনজন দগ্ধ, একজনের মৃত্যু

অনলাইন ডেক্স ।।

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিন সদস্য দগ্ধ হয়েছেন। এ ঘটনায় মেজবাহ উদ্দিন (২৮) নামে এক যুবক মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, মেজবাহর শরীরের শতভাগ দগ্ধ হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাকি দুজনের অবস্থাও সংকটাপন্ন।

দগ্ধরা হলেন— মোসলেম উদ্দিন (৬৫), তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ; স্ত্রী সালমা বেগম (৫০), তারও শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। নিহত মেজবাহ এই দম্পতির ছেলে।

নিহতের বোন তাসনুভা তাবাসুম জানান, তাদের বাসার পাশে একটি বিদ্যুতের ট্রান্সফরমার রয়েছে। রাতে বৃষ্টির সময় ট্রান্সফরমারে স্পার্ক হয়ে আগুনের স্ফুলিঙ্গ ঘরের ভেতরে পড়ে। এতে মুহূর্তেই আগুন ধরে গেলে তারা তিনজন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে গেলে মেজবাহ মারা যান।

তাসনুভা জানান, তাদের বাসার পাশের সড়কে খননকাজ চলছিল। সেখানে বহুদিন ধরে অব্যবহৃত একটি গ্যাস সংযোগও রয়েছে। তার ধারণা, আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে সেটিও কারণ হতে পারে।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবু সাহেদ খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই এবং দগ্ধদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানোর ব্যবস্থা করি।

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং প্রাথমিকভাবে মনে হচ্ছে ট্রান্সফরমারের বৈদ্যুতিক ত্রুটিই বিস্ফোরণের মূল কারণ। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় বিদ্যুৎ সংযোগ, ট্রান্সফরমার এবং আশপাশের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।

Post Comment

YOU MAY HAVE MISSED