ভোলায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
ভোলা প্রতিনিধি ।।
ভোলার লালমোহন উপজেলায় সাপের কামড়ে মোসা. তাসলিমা বেগম নামে ৩৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান ওই গৃহবধূ। তিনি উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব চতলা এলাকার মো. আলমগীর হোসেনের স্ত্রী।
জানা গেছে, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন গৃহবধূ তাসলিমা বেগম। গভীর রাতে হঠাৎ চিৎকার করে উঠেন তিনি। এ সময় তার স্বামী আলমগীর টর্চলাইট জ্বালিয়ে দেখেন একটি সাপ তাদের বিছানার পাশে পড়ে রয়েছে।
পরে শুক্রবার ভোরে তিনি স্থানীয় এক ওঝাকে খবর দেন। ওঝা গিয়ে বিষ নামানোর চেষ্টা করলে ওই গৃহবধূর শরীর নিস্তেজ হয়ে যায়। তখন ওই ওঝা গৃহবধূকে হাসপাতালে নিতে বলে চলে যান।
এরপর গৃহবধূ তাসলিমা বেগমকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি।
Post Comment