Loading Now

ঝালকাঠিতে যুবককে জবাই করে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠিতে এক যুবককে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। শুক্রবার (২২ আগষ্ট) ভোরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দীঘির পাড় এলাকায় বাড়ির পাশের পুকুর পাড় থেকে গলাকাটা এবং উলঙ্গ অবস্থায় সোহেল কারিগর নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ । তবে এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

থানায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে পুলিশ বলছে, খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ ও স্বজনরা জানায়, ভোরে প্রথমে প্রতিবেশিরা বাড়ির কাছের একটি ডোবার ভেতর মরদেহটি দেখতে পায়। এ সময় মরদেহটির অর্ধেক পানিতে ডোবানো ছিলো। গলায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করা এবং উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠায়। নিহত সোহেল জেলা শহরে শ্রমিকের কাজ করতেন এবং শহরে বসবাস করতেন। অন্য তিন ভাই থাকেন ঢাকায়। তবে সোহেল মাঝে মধ্যে গ্রামের বাড়ি যাওয়া আসা করতেন। গত রাতে সে গ্রামের বাড়িতে যায়। সকালে তার জবাই করা মরদেহ পাওয়া যায়।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানায়, গত রাতের যে কোন সময় ওই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি হয়নি জানিয়ে পুলিশ বলছে, খুনের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

নিহত যুবকের বয়স ২৬ বছর। সে ঝালকাঠি শহরের একটি মোটর সাইকেলের গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

Post Comment

YOU MAY HAVE MISSED