Loading Now

পরকীয়ায় বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের ইন্দুরকানীতে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় মো: আসলাম হোসেন তরুণ (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে পরকীয়া প্রেমিক। বৃহস্পতিবার (২১ আগষ্ট) রাত ৯টার দিকে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ওই এলাকার ৩নং ওয়ার্ডের আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজা আক্তারের(২৭) সঙ্গে একই এলাকার রুস্তম তালুকদারের ছেলে সাদ্দাম তালুকদারের(৩১) দীর্ঘ দিন ধরে প্রেমের সর্ম্পক চলছিল। রাতে প্রেমিকা হাফিজার বাড়ি সাদ্দাম যাওয়ার সময় প্রতিবেশী যুবক তরুণ বাধা দেয়। এসময় সাদ্দাম ও তরুণ তর্কে জড়িয়ে পরে। একপর্যায়ে সাদ্দাম কয়েকজনকে ফোনে ডেকে এনে দা দিয়ে তরুণকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে তারা পালিয়ে যায়। পরে তরুণের ডাক-চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেল উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য নামজুল হোসেন বলেন,আল-আমীন হোসেনের স্ত্রী হাফিজার সঙ্গে সাদ্দাম তালুকদারের দীর্ঘ দিন পরকীয়া নিয়ে কয়েকবার সালিশি বৈঠক করেছি। পরে গতরাতে আল-আমীনের স্ত্রীর সঙ্গে পরকীয়া নিয়ে সাদ্দামকে তরুণ নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে সাদ্দাম তালুকদার দা দিয়ে তরুণকে এলোপাতাড়ি ভাবে শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে।

ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED