গাজায় দুই বক্স খাবার কিনতে লেগেছে ১ লাখ ৬ হাজার টাকা, কী কী আছে এতে
অনলাইন ডেক্স ।।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ত্রাণ ফেলছে অনেক দেশ। তবে এসব ত্রাণ বেশিরভাগ মানুষই পান না, খালি হাতে ফিরতে হয়। যারা নিতে পারেন তাদের মধ্যে কেউ কেউ আবার সেগুলো চড়া দামে বিক্রি করেন।
আনাস আল-মাসরি নামে গাজার দেইর এল-বালাহর এক বাসিন্দা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে একটি ছবি পাঠিয়েছেন। এতে দেখা যাচ্ছে, দুটি বক্সে প্যাকেটজাত খাবার রয়েছে। আনাস বলেছেন, এ দুই বক্স খাবার কিনতে তাকে খরচ করতে হয়েছে ৩ হাজার ইসরায়েলি শেকেল। যা বাংলাদেশি অর্থে ১ লাখ ৬ হাজার টাকার সমান।
এরমধ্যে একটি বক্সে রয়েছে লম্বা আকারের পাস্তা, ইস্ট এবং আটা। অপর বক্সে রয়েছে ম্যাকারনি (মোটা পাস্তা), চাল এবং লবণ দিয়ে সংরক্ষিত গরুর মাংস।
আনাস দুই সপ্তাহ আগে বিবিসিকে জানিয়েছেন, বাজারে চড়া দামে ত্রাণের পণ্য কিনতে হয়। যদিও এখন দাম কিছুটা কমেছে। কিন্তু তাও সেগুলো অনেকের সাধ্যের বাইরে।
এছাড়া গাজায় এখনো কোনো ধরনের পোল্ট্রি মুরগি বা তাজা মাংস পাওয়া যায় না বলে জানিয়েছেন তিনি।
সূত্র: ঢাকা পোস্ট,,,
Post Comment