Loading Now

বরিশালে সরোয়ারের শেল্টারে ভালোই আছেন আওয়ামী ব্যাবসায়ী মিজান!

নিজস্ব প্রতিবেদক ।।

আওয়ামী ব্যাবসায়ী নেতা ও বিএনপির দায়ের করা নাশকতার মামলার আসামি মিজানুর রহমানের বর্তমান শেল্টারদাতা হিসেবে উপনিত হয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সাংসদ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মজিবুর রহমান সরোয়ার। সম্প্রতি আওয়ামী বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক ও ব্যবসায়ী মিজানুর রহমানের সাথে সরোয়ারের হাস্যজ্বল একটি ছবি ভাইরাল হয়েছে। এ নিয়ে তোলপাড় চলছে। জানা গেছে বিএনপি নেতা সরোয়ারের পুত্রের বিয়েতে আমন্ত্রন জানানো হয়েছিল আওয়ামী লীগের নেতা মিজানুর রহমানকে। গেল বছর ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত নাফিজ রহমানের বিয়েতে আসেন মিজানুর রহমান। এমন একটি সময়ে তার আগমন যখন বরিশাল বিএনপির অফিস পোরানো এবং মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়ার উপর হত্যাচেষ্ঠার ২ টি মামলার নামধারী কিংবা এজাহারনামীয় আসামী তিনি। বিএনপির কার্যালয়ে ভাংচুর অগ্নিসংযোগের এই আসামির উপস্থিতি তাও আবার বিএনপির হেভিওয়েট নেতা সরোয়ারের পুত্রের বিবাহ অনুষ্ঠানে দেখে হতবাক হন সকলে।এ সময় অনেকেই বলেন টাকায় বিক্রি হচ্ছেন সরোয়ার। সরাসরি মামলার আসামী কিভাবে প্রশ্রয় দিলেন তিনি?যদিও এ প্রশ্নের উত্তর খুজতে গিয়ে জানা গেছে, সরোয়ারের পুত্র নাফিজের বিয়ের কার্ড নিয়ে কাজ করেছেন একাধিক ব্যক্তি।হয়তোবা তাদের মধ্যে দিয়ে কেউ মিজানুর রহমান কে দাওয়াত দিয়ে থাকতে পারেন।তবে অন্য একটি মহল বলছে সরোয়ার সাহেবের সাথে ৫ আগস্টের পরেই সখ্যতা গড়ে তোলেন মিজান ওরফে ফরচুন মিজান। বিএনপি নেতা সরোয়ারের বাসভবনের মাত্র ৫০০ মিটার দুরত্বে বিসিক এলাকায় অবস্থিত ফরচুন সুজ। ৫ আগস্টের পরে বরিশালের প্রায় প্রত্যেক হেভিওয়েট আওয়ামী লীগের নেতাদের বাসা,অফিস হামলা হলেও সরোয়ারের প্রত্যক্ষ হস্তক্ষেপে সেযাত্রায় বেচে যান মিজান।এমনকি গুঞ্জন শোনা যায় বিএনপি অফিস পোড়ানো মামলায় মিজানের নাম না দিতে লোকমারফত মহানগর বিএনপির শীর্ষ ৩ নেতাকে অনুরোধ করেছিলেন সরোয়ার। এমনকি সরোয়ারের ছত্রছায়ায় বরিশালে আসাযাওয়া ও দিব্যি ভালোই আছেন মিজান বলে জানায় ঐ সুত্র।

এ বিষয়ে জানতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের সাথে মুঠোফোনে আলাপ করা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি

Post Comment

YOU MAY HAVE MISSED