মনোরমা বসু মাসিমা’র ৩৮তম মৃত্যুবার্ষিকীতে স্মরন সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
মনোরমা বসু মাসিমা আনন্দনিবাস ও শিক্ষাকেন্দ্র’র উদ্যোগে বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, নারী ও মানবমুক্তির অগ্রপথিক, ১৯৭১’র বীর মুক্তিসংগ্রামী মনোরমা বসু মাসিমা’র ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৬ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় আইসিডিএ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরন সভার সভাপতিত্ব করেন মনোরমা বসু মাসিমা আনন্দনিবাস ও শিক্ষাকেন্দ্র’র সভাপতি এবং আইসিডিএ’র কার্যকরী পরিষদ সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ। আইসিডিএ’র হিসাবরক্ষণ কর্মকর্তা ইসরাত জাহান’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন আইসিডিএ’র সাবেক নির্বাহী পরিচালক এবং বর্তমান উপদেষ্টা পরিষদ সদস্য সালমা খান, উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তী, অধ্যাপক আমিনুর রহমান খোকন, ওআরডিপি’র নির্বাহী পরিচালক জাকির হোসেন পান্নু, আইসিডিএ’র নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, আইসিডিএ’র পরিচালক আর্থিক সেবা (কার্যক্রম) লক্ষণ চন্দ্র মুনসী, প্রধান এমআইএস কর্মকর্তা ইউসুফ আলী হাওলাদার, প্রধান নিরীক্ষা কর্মকর্তা আবু মো: আলী রেজা সহ প্রমুখ।
সভার শুরুতেই মাসিমা’র বিদেহী আত্মার চিরশান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্মরন অনুষ্ঠানে মনোরমা বসু মাসিমা’র ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে উপস্থিত সকলে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপস্থিত অতিথিবৃন্দ মাসিমা’র জীবনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন।
সবশেষে মনোরমা বসু মাসিমা আনন্দনিবাস ও শিক্ষাকেন্দ্র’র সভাপতি উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
Post Comment