মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক ।।
বেসরকারী মানবাধিকার ও উন্নয়ন সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে “মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বীরমুক্তিযোদ্ধা ইসরাইল পন্ডিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ববরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেন, সহকারী অধ্যাপক টুনু রাণী কর্মকার, উন্নয়ন সংস্থা রানএর নির্বাহী পরিচালক মো: রফিকুল আলম, চন্দ্রমোহন ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পিডিও প্রধান নির্বাহী রনজিত দত্ত, বেলার
সমন্বয়কারী লিংকন বাইন, ক্যাম্পেইন কো-অর্ডিনেটর উর্ধ্বতন কর্মসূচী কর্মকর্তা মো: আবু নাছের ও ইশতিয়াক ও মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,নাগরিক উদ্যোগ এরিয়া সমন্বয়কারী সুপ্রিয় দত্ত।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মাদক ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজন ব্যাপক সচেতনতা বৃদ্ধি। মাদকদ্রব্যের ভয়াবহ পরিণতি সম্পর্কে স্থানীয় পর্যায়ে জনগণকে সচেতন করে তুলতে সামাজিক প্রতিরোধ কমিটি গঠন, স্কুল ,কলেজ, ধর্মীয় উপাসনালয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি পারিবারিক ও সামাজিক কাউন্সিলিং, পরিবারের সন্তানদের মাঝেধর্মীয় ও নৈতিক মূল্যবোধ তৈরি করতে হবে। এছাড়া মাদক ক্রয় বিক্রয়ের স্থান চিহ্নিত এবং যারা এ কাজের সাথে সম্পৃত্ত তাদের চিহ্নিত করে সংশ্লিষ্ট দপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। প্রয়োজনে তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। দেশের একজন নাগরিক হিসেবে এ ব্যাধি দূরীকরণে সকলকে একযোগে কাজ করতে হবে। সভায় বরিশাল সদরের ৭ (সাত) ইউনিয়নের রেষ্ট্রোরেটিভ জাস্টিস এন্ড মেডিয়েশন ফোরাম- আরজেএমএফ এর ৫১ জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বলেন, আমাদের সমাজে মাদক আর বাল্য বিবাহ একটি বড় সমস্যা। বাল্য বিবহ বন্ধে আমাদের সকলের চেষ্টা রয়েছে। কোথাও মাদক আর বল্যবিবাহ হলে সাথে সাথে আমাদের খবর দেন আমরা কোন ব্যবস্থা নেই কি না দেখেন। সরকার এসব বন্ধে এখন অনেক হার্ট লাইনে রয়েছে। তাই সকলের সহযোগিতা থাকলে এসব বন্ধ করা সম্ভব।
Post Comment