বরিশাল চাকরি ও ক্যারিয়ার মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ॥ কয়েক হাজার চাকুরিপ্রার্থীর অংশগ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বরিশাল চাকরি ও ক্যারিয়ার মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বরিশাল ক্লাবে এই মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন জব সার্কুলার প্লাটফর্ম বিডিজবস ডট কম এর আয়োজনে উক্ত মেলায় দেশের সনামধন্য ও স্থানীয় প্রতিষ্ঠান সহ মোট ৫০ টির বেশি প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। অনলাইন রেজিস্ট্রেশন করে মাত্র কয়েক মিনিটের মধ্যে চাকুরি প্রার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পদে আবেদন করার সুযোগ পায় এই মেলার মাধ্যমে।
সকাল থেকে বরিশাল ক্লাবে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ সব ধরনের চাকুরিপ্রার্থীরা এই মেলায় অংশগ্রহন শুরু করে। যারা পূর্বে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বুথে গিয়ে শুধুমাত্র কিউয়ার কোড স্ক্যান করেই আবেদন করেছে পছন্দের চাকুরিতে।
Post Comment