Loading Now

জেডিএস এর সেমিনার অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক ॥

জাপানিজ গ্রান্ট এইড ফর হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট (জেডিএস) এর সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সার্কিট হাউজ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী। সেমিনারে স্বাগত রাখেন জেডিএস প্রোজেক্টের পরিচালক খাদিজা পারভিন।

বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের ডেপুটি কমিশনার মো. দেলোয়ার হোসেন। সেমিনারের সারসংক্ষেপ তুলে ধরেন জেআইসিই এর বাংলাদেশের পরিচালক রিয়োকো মিকি। সেমিনারের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন।

Post Comment

YOU MAY HAVE MISSED