Loading Now

৪/৫ ভাগে বিভক্ত হয়ে বরিশালে পালিত হবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ সোমবার ১লা সেপ্টেম্বর। ফ্যাসিবাদ সরকারের পতনের পর এই ২য় দফায় পুরো বাংলাদেশ আজ বর্নাঢ্য আয়োজনে পালন করবে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী।
কিন্তু বরিশালে ৪/৫ ভাগে বিভক্ত হয়ে পালন করা হবে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি। বিএনপির সুত্র জানায়, সকাল ১০ টার দিকে নগরের সদর হাসপাতালের সামনে থেকে সাবেক মেয়র ও বরিশাল সদর আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান সরোয়ারের অনুসারীরা র‍্যালি করবেন। এতে মজিবর রহমান সরোয়ার উপস্থিত থাকবেন। অন্যদিকে সকাল ১১ টায় বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেত্রীত্বে অপর একটি র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করবে। অন্যদিকে নগরভবনের সামনে বরিশাল জেলা ও মহানগর বিএনপি কর্মসূচি পালন করবে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাড.জয়নুল আবেদীন। উক্ত কর্মসূচী তে আলাদা ভাবে শোডাউন দিয়ে যোগ দেবেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন, এজন্য তিনি তার অনুসারী নেতাকর্মীদের সংগঠিত করে শহীদ মিনারে দুপুর ২ টার মধ্যে জরো হতে বলেছেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা নগরভবনের সামনে যোগ দেবেন। অন্য দিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজনের নেতৃত্বে একটা আলাদা কর্মসূচি পালন করার কথা শোনা যাচ্ছে।
এ বিষয়ে জানতে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ জানান, দলের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করার অধিকার সকলের আছে। কিন্তু আমরা জেলা ও মহানগর বিএনপির কর্মসূচিতে আমন্ত্রণ পাইনি। তাই নিজের অনুসারীদের নিয়ে কর্মসূচি পালন। মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন বলেন ৩০ টি ওয়ার্ডের নেতাকর্মীদের নানাভাবে বিভক্ত করেন, মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব। আমি দলের বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সেখানে আমাকে কোন কর্মসূচি তে দাওয়াত দেয়া হয়না।তাই নেতাকর্মীদের নিয়ে আলাদা কর্মসূচি পালন করছি।
এ বিষয়ে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, যারা দলের চেইন অব কমান্ড মানবেন না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।বরিশাল মহানগর বিএনপি সুসংগঠিত ছিল আছে এবং থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED