মুলাদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মুলাদী প্রতিবেদক ॥
মুলাদীতে পানিতে ডুবে জান্নাত (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে সে বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে পড়ে মারা যায়। জান্নাত উপজেলার চরকালেখান ইউনিয়নের চরকালেখান গ্রামের মাসুম সরদারের মেয়ে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বজনদের অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে দেওয়া হয়েছে।
জান্নাতের নানা রাকিব হোসেন জানান, সোমবার বিকেল ৩টার দিকে জান্নাত বাড়ির সামনে খেলতে গিয়ে সবার অলক্ষ্যে পুকুরে পড়ে যায়। পরে পুকুরে জুতা ভাসতে দেখে খোঁজ শুরু হয়। একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Post Comment