Loading Now

পটুয়াখালীতে নদী থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে ৮ ঘণ্টার ব্যবধানে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে লোহালিয়া সেতুর নিচ থেকে তুহিনের ও বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে একই নদীর ধলু হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেজাউলের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তুহিন (২৫) পটুয়াখালী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কালাম হাওলাদারের ছেলে। রেজাউল (২৮) সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের নুরু বয়াতির ছেলে।

জানা গেছে, সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেন তুহিন। তখন থেকে নিখোঁজ ছিলেন তিনি। প্রায় ২৪ ঘণ্টা পর তার মরদেহ ভেসে ওঠে। অন্যদিকে রেজাউল অটোরিকশা চালিয়ে জীবিকানির্বাহ করতেন।

সোমবার সকালে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর তিনি ফেরেননি। সেদিন রাতেই স্থানীয় কাশিপুর রোড থেকে তার অটোরিকশা উদ্ধার করে পুলিশ। এর একদিন পর বুধবার সকালে লোহালিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক জসিম উদ্দিন বলেন, সোমবার রাতে তাদের কোনো অভিযান পরিচালনা করা হয়নি। পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুই যুবকের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED