Loading Now

নুরের ওপর হামলার প্রতিবাদে পটুয়াখালীতে মহাসড়ক অবরোধ

পটুয়াখালী প্রতিনিধি ।।

ভিপি নুরুল হক নূরের ওপর হামলা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছে জেলা গণ অধিকার পরিষদ।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের নতুনবাজারস্থ গণ অধিকার পরিষদের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে ঢাকা–কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তা ট্রাফিক বক্সের সামনে অবরোধ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচির কারণে মহাসড়কে অন্তত ১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

অবরোধ শেষে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শাহ-আলম সিকদার, যুগ্ম-আহ্বায়ক এম. সোহেল রানা এবং যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান সাদ্দাম মৃধা।

এ সময় জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক উর্মি আক্তার, সদস্য সচিব শিল্পী রানা, যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান, সাধারণ সম্পাদক আবদুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক রিয়াজ হাওলাদার, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু নাঈম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মহসিন ইসলামসহ সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “তাদের কর্মসূচির কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি শান্ত আছে।”

Post Comment

YOU MAY HAVE MISSED