বাকেরগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার
বকেরগঞ্জ প্রতিবেদক ॥
বাকেরগঞ্জে নগদ টাকার প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে করা মামলার আসামি গোপাল চন্দ্র শীলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় নলছিটি উপজেলার পশ্চিম কয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোপাল চন্দ্র শীল পশ্চিম কয়া গ্রামের বিমল চন্দ্র শীলের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান বলেন, বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া বালিগ্রামের চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে গত ২১ আগস্ট বাকেরগঞ্জ থানার দুধল ইউনিয়নের চরগোমা এলাকার কার্তিক ও নলছিটি থানার পশ্চিম কয়া গ্রামের গোপাল চন্দ্র শীল নগদ টাকার প্রলোভন দেখিয়ে কাটাখালী বাজারে দোকানের ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গেলে ধর্ষণ চেষ্টাকারীরা পালিয়ে যায়। পরে ওই শিশু শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ২৮আগস্ট বাকেরগঞ্জ থানায় একটি ধর্ষণচেষ্টা মামলা করেন।
মামলা দায়েরের পর পুলিশ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবুল কালাম আজাদের নির্দেশে শুক্রবার দিবাগত রাতে পশ্চিম কয়া গ্রামে অভিযান চালিয়ে গোপালকে গ্রেপ্তার করা হয়।
Post Comment