Loading Now

ভোলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি ।।

ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি গ্রামে ও সোনাপুর ইউনিয়ন চরলাদেন পানি ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাবা মার অসতর্কতার কারনে পানিতে ডুবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল ও নিহতদের পরিবার সুত্র জানায়, শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের হাজীকান্দি গ্রামের ফজলু ও রেহানা দম্পত্তির ৮ বছর বয়সী কন্যা মনিফা ঘরের পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এসময় শিশুর মা রেহানা দুপুরের রান্না করছিল। খোঁজাখুজির পর পানি থেকে তুলে শিশুটিকে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

অপর দিকে দুপুর ২টায় সোনাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চর লাদেন কৃষক বাবা আঃ মান্নানের সাথে ৫ বছর বয়সী কন্যা মুনতাহা মাঠে ছিল। কাজের ফাঁকে বাবা না বলে বাড়ির উদ্দেশ্যে চলে আসে। কিন্তু বাড়িতে না পেয়ে খোঁজাখুজি করে পথের পাশে পানিতে পাওয়া যায়। পরে ট্রলার যোগে হাসপাতালে আনলে চিকিৎসক ওই শিশুটিকেও মৃত ঘোষণা করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED