Loading Now

বরিশাল কোতোয়ালি থানার অভিযানে ৬ মাদক ব্যাবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির  এক অভিযানে মাদক সহ (০৬) ছয় জনকে আটক করা হয়েছে।রবিবার (০৭ সেপ্টেম্বর) আনুমানিক ভোর ০৪ টার  দিকে নগরীর ১০নং ওয়ার্ডস্থ রাজ্জাক স্মৃতি কলোনীর মোঃ মানিক মাতুব্বর এর বসত ঘর থেকে গোপন সংবাদের ভিত্তিতে এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের দিক নির্দেশনা মোতাবেক এসআই গোলাম মোঃ নাসিম হোসেন , এএসআই মাহাবুবুর রহমান, এএসআই আবদুল কাইয়ুম, এএসআই মহিউদ্দিন, এএসআই আমিনুল ইসলাম, এটিএসআই গাজী মোঃ জাঈদুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে একটি টিম অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট যাহার আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। এছাড়াও মাদক বিক্রির নগদ ৩০ হাজার টাকা, বিভিন্ন ব্রান্ডের ০৬ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১ টি বাটন মোবাইল জব্দ করেন।গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ মানিক মাতুব্বর (৩৫), পিতা-মৃত ইছাহাক মাতুব্বর, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-কেডিসি বালুর মাঠ, রাজ্জাক স্মৃতি কলোনী, ১০নং ওয়ার্ড,থানা-কোতয়ালী, জেলা-বরিশাল, ২। মোঃ রুবেল (৩৩), পিতা-মোঃ দুলাল হাওলাদার, মাতা-খোদেজা বেগম, সাং-কেডিসি বালুর মাঠ, রাজ্জাক স্মৃতি কলোনী, ১০নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল, ৩। মোঃ আল আমিন বেপারী (৩১), পিতা-বাবুল বেপারী, মাতা-শাহানুর বেগম, সাং-গগন গলি, শিশু পার্ক কলোনী, ৬নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল, ৪। মোঃ শাহাদাত হোসেন বাজি (৩২), পিতা-মোঃ বাদল খান, মাতা-লিলি বেগম, সাং-চাঁদমারী মাদ্রাসা রোড, স্টেডিয়াম কলোনী নদীর পাড়, ১১নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-বরিশাল, ৫। মোঃ ইয়ামিন ফরাজী (৩০), পিতা-মোঃ সেলিম ফরাজী, মাতা-মাজেদা বেগম, সাং-বারইকান্দী, ফরাজী বাড়ী, নেহালগজ, পোঃ পতাং, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন, থানা-বন্দর, জেলা-বরিশাল, ৬। বুলু রাকিব (৩৪), পিতা-ফিরোজ হাওলাদার, মাতা-হাসিনা বেগম, সাং-চাঁদমারী স্টেডিয়াম কলোনী, ১১নং ওয়ার্ড, থানা: কোতয়ালী, জেলা বরিশাল।

তবে সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED