বাকেরগঞ্জে লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
বাকেরগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে।
রোববার (০৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে রঘুনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
নিহত দুজন হলেন- পাদ্রিশিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হাওলাদারের ছেলে সরোয়ার হাওলাদার (২২) ও চান্দু সিকদারের ছেলে ফিরোজ সিকদার (২০)।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বার্ধক্যজনিত কারণে ওই এলাকার বৃদ্ধ আনিচ হাওলাদার (৭০) মৃত্যুবরণ করেন। আছরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফনের জন্য নেওয়া হয়।
লাশ কবরে নামানো সময় পাশে থাকা বৈদ্যুতিক ক্যাবল স্টিলের তৈরি খাটিয়া স্পর্শ হওয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন চারজন। তাদের দ্রুত উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এর মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।
Post Comment