Loading Now

পল্লী বিদ্যুৎ সমিতির ৭০ কর্মচারীর মধ্যে ৩৬ জন অনুপস্থিত

কলাপাড়া প্রতিবেদক ॥

কলাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীরা ৪ দফা দাবীতে গণ ছুটি ঘোষণা করেন। গত ৭ সেপ্টেম্বর থেকে কলাপাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ এর আওতায় ৭০ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৩৬ জন অনির্দিষ্টকালের ছুটির আবেদন লিখে কর্মস্থল ত্যাগ করেন।

মঙ্গলবার সন্ধ্যা সাতটা পর্যন্ত তারা কর্মস্থলে যোগ দেয়নি। আর এই লোকবল শূন্যতায় শহর থেকে গ্রামীণ মানুষদের ভোগান্তির শেষ নেই। গ্রাহকরা নির্দিষ্ট অভিযোগ কেন্দ্রগুলোতে ফোন করেও পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা-কর্মচারীদের কোন সাড়া না পেয়ে চরম হতাশায় রয়েছে। গ্রাহকরা বলেন, ১৪ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ নেই। অভিযোগ কেন্দ্রগুলোতে একাধিক ফোন দিলেও তাদের ফোন রিসিভ হয়না। আমরা কোথায় যাবো।

এ বিষয়ে কলাপাড়া জোনাল অফিস এর ডিজিএম জয় প্রকাশ নন্দী বলেন, চারদফা দাবীতে অধিকাংশ কর্মকর্তারা গণ ছুটিতে যাওয়ার কারনে এমন সমস্যা হচ্ছে। আশা করি খুব শীঘ্রই সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে যৌক্তিক সমাধানের মাধ্যমে গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎসেবা অব্যাহত রাখবে।

Post Comment

YOU MAY HAVE MISSED