বরিশালে শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল জেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
শিশুকল্যাণ বোর্ডের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিশুকল্যাণ বোর্ডের সকল সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় শিশু সুরক্ষা কল্পে স্থানীয় সুবিধা বঞ্চিত শিশুদের জন্য করণীয় বিষয় গুলো নির্ধারণ করা হয়। এছাড়াও বোর্ডের কো-আপ সদস্য হিসেবে ১ জন শিশু প্রতিনিধি যুক্ত করা হয়।
এসময় রূপান্তর এর শিশু সুরক্ষা প্রকল্পের ১৬১ জন ঝুঁকিপূর্ণ শিশুর তালিকা সে জেলা শিশু কল্যাণ বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। এ সকল শিশুর জন্ম নিবন্ধনসহ শিক্ষা, কাউসিলিং, ভকেশনাল প্রশিক্ষণ, প্রতিবন্ধিভাতা ও শেল্টার সাপোর্ট এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা শিশুকল্যাণ বোর্ড গ্রহণ করবে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।
Post Comment