আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন ড. কে এম মামুন
নিজস্ব প্রতিবেদক ।।
আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (রেজিষ্ট্রেশন ও অডিট) ড. কে এম মামুন উজ্জামান (যুগ্মসচিব) বরিশাল সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বালুরমাঠ এলাকায় ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি শহর এলাকার পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য ব্র্যাক কর্তৃক বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা এবং সম্প্রদায়ের অংশীদারিত্বের মাধ্যমে সেই বিশুদ্ধ পানির ব্যবহার দেখে সন্তোষ পোষণ করেন। তিনি সেখানকার বাসিন্দাদের সাথে মত বিনিময় করেন এবং এককালীন আর্থিক সহায়তা গ্রহণের মাধ্যমে যারা ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছেন তাদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন।
পরবর্তীতে তিনি আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের অফিস পরিদর্শন করেন এবং নগর ও নগর এলাকায় বসবাসরত পিছিয়ে পড়া সম্প্রদায়ের উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও নকশা দেখে সন্তোষ পোষণ করেন। তার পরিদর্শনকালীন ব্র্যাকের পক্ষে রেগুলেটরি অ্যাফেয়ার্সের ডিভিশনাল ম্যানেজার বিভাষ চন্দ্র তরফদার, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রিসান রেজা মোঃ সাহেদ, আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর ওয়াসিম আকরাম প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Post Comment