Loading Now

বরগুনায় গলা কেটে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার বামনা উপজেলায় মো. আজিজুল (২২) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ছাড়াও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি এবং ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন- মো. সাইফুল (২৫) এবং মো. হৃদয় (২২)। তারা বামনা উপজেলার স্থানীয় বাসিন্দা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘটনার ৭ ঘণ্টার ব্যবধানে পিরোজপুরের ভান্ডারিয়া নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হত্যার শিকার আজিজুল তার অটোরিকশায় কয়েকজন যাত্রী নিয়ে উপজেলার বলইবুনিয়া সড়ক হয়ে যাচ্ছিলেন। এ সময় ওই এলাকার একটি ঈদগাহ ময়দানের কাছে পৌঁছালে অটোতে থাকা যাত্রীরা তাকে গলা কেটে হত্যা করে।

পরে সড়কের পাশে থাকা কচুরিপানাযুক্ত একটি ডোবার মধ্যে মরদেহ ফেলে তারা অটোরিকশাটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পথচারীদের নজরে আসলে, খবর পেয়ে অর্ধ ডুবন্ত অবস্থায় ডোবা থেকে আজিজুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে তৎক্ষণাৎ এ ঘটনায় জড়িতদের ধরতে এবং অটোরিকশাটি উদ্ধার করতে অভিযান শুরু করা হয়। রাতের মধ্যেই সাইফুল এবং হৃদয় নামে দু’জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ ছাড়াও হত্যার পর ছিনিয়ে নেওয়া অটোরিকশাসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে সাইফুল এবং হৃদয় নামে দু’জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে এবং হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED