Loading Now

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

অনলাইন ডেক্স ।।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পনটি শুরু হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

ভূমিকম্পটি শুধু বাংলাদেশেই নয়, অনুভূত হয়েছে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, ভুটান, নেপাল এবং মিয়ানমারেও।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৯, আর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের উদালগুড়ি এলাকা থেকে ১৫ কিলোমিটার পূর্বে, যা ভুটান সীমান্তের কাছাকাছি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কম্পনের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে প্রায় ১৩১ কিলোমিটার দূরে। তবে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৪ এবং কেন্দ্র ছিল ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তর দিকে, কুমিল্লা থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তরে। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

রাজধানী ঢাকার পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর এবং রাজশাহীসহ বেশ কয়েকটি জেলাতেই কম্পন টের পাওয়া গেছে। সিলেট অঞ্চলে বিকেল ৫টা ১৩ মিনিটে কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়।

ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে অভিজ্ঞতা শেয়ার করতে দেখা গেছে। অনেকে তাদের অবস্থান থেকে কম্পনের তীব্রতা বা অনুভূতির বিস্তারিত লিখেছেন।

এর আগে গত এপ্রিলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেসময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪, উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে। সেটিও ছিল তুলনামূলকভাবে অগভীর, এবং তেমন ক্ষতির খবর মেলেনি।

Post Comment

YOU MAY HAVE MISSED