বিয়ের প্রলোভন দেখিয়ে বিএম কলেজ ছাত্রীকে ধর্ষণ, মামলা
নিজস্ব প্রতিবেদক ॥
বিয়ের কথা বলে বিএম কলেজের ছাত্রীকে কুয়াকাটা নিয়ে ধর্ষণ করার অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার ওসিকে আসামির বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ প্রদান করেন। মঙ্গলবার ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে বরিশাল নগরের বটতলা এলাকার আদম আলী হাজি গলির বাসিন্দা আব্দুল মালেক এর ছেলে মোহাম্মদ সাব্বির হক শাওনের বিরুদ্ধে এ অভিযোগ এনে মামলা দায়ের করেন।
বাদী মামলায় উল্লেখ করেন-বিয়ের কথা বলে ২০২৫ সালের ১৮ই আগস্ট থেকে ২০২৫ সালের ১৯শে আগস্ট পর্যন্ত কুয়াকাটায় হোটেল গাজী প্যালেসের ৩০৩ নম্বর রুমে নিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে। এরপর বরিশাল শহরের কাঞ্চনপার্ক রিজিয়া সড়কের নুরজাহান মঞ্জিলে গত ২৮শে আগস্ট বাদিকে নিয়ে পুনরায় ধর্ষণ করে। বাদি কে বিয়ের কথা বললে অস্বীকার করায় মামলা দায়ের করা হয়।
বাদী মঙ্গলবার আদালতে হাজির হয়ে মামলা করলে বিচারক মো: রকিবুল ইসলাম ওই নির্দেশ প্রদান করেন।
Post Comment