Loading Now

তরুণীকে বিয়ে না করায় ব্যবসায়ীকে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীতে তরুণীকে বিয়ে না করায় ব্যবসায়ী মাসুদুর রহমানকে হত্যা মামলার প্রধান আসামী লোকমান হোসেনকে (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিনয়ন (র‌্যাব-৮)।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান। এরআগে র‌্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করে র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব জানায়, চলতি বছরের ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রেপ্তারকৃত লোকমান হোসেনসহ অন্যান্য আসামীরা পরস্পর পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ী মাসুদুর রহমানকে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কলেজ অ্যাভিনিউর জিমি ভবনের দ্বিতীয় তলায় ডেকে নিয়ে যায়। ওই সময় অপর আসামী তরুনী শান্তাকে (২২) বিয়ে করার জন্য ব্যবসায়ী মাসুদুর রহমানকে চাপ প্রয়োগ করা হয়। কিন্তু সে (মাসুদুর রহমান) বিয়ে করতে রাজি না হলে আসামীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে মাসুদুর রহমানের মাথা, বুক, পিঠ, হাত-পাসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি আঘাত করে এবং পেটের ডান পাশে একটি ধারালো ছোরা ঢুকিয়ে দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় হামলাকারীরা মাসুদুর রহমানের সাথে থাকা ১ লাখ ৬০ হাজার টাকা নিয়ে যায়।

অপরদিকে মাসুদুর রহমানের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল সন্ধ্যা ছয়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় পলাতক আসামি ছিলেন লোকমান হোসেন।

Post Comment

YOU MAY HAVE MISSED