পটুয়াখালীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছে। ঐ দুর্ঘটনায় আহত আরো একজন আরোহীকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পটুয়াখালী শহর থেকে একটি মোটরসাইকেলে তিনজন মহাসড়ক দিয়ে গলাচিাপার উদ্দেশ্যে যাচ্ছিল। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মেঘনা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে উল্টো পাশ থেকে এসে ঐ মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকসহ আরোহীরা বাসের চাকায় পিষ্ট হয়ে সড়কে ছিটকে পড়ে এবং বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আনোয়ার মোল্লা মারা যায়।
স্থানীয়রা দ্রুত এসে আশংকাজনক অবস্থায় চালক মো. শামীম ও অপর আরোহী হৃদয়কে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী হাসপাতালে এবং পরে বরিশালে নেয়ার পথে চালক মো. শামীম মারা যায় । আশংকাজনক অবস্থায় অপর আরোহী হৃদয়কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহত তিন জনের বাড়ী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক বাসটি আটক করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।
প্রখর রোদে সড়কের পিচ গলে যাওয়ায় চালক নিয়ন্ত্রন হারিয়ে এ দূর্ঘটনা হতে পারে বলে ধারণা করেছেন স্থানীয়রা।
Post Comment