চান্দা আর ধান্দাকে পাশ কাটিয়ে বরিশালে ৩১ দফা নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির নাসরীন
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিনিয়ত লিফলেট বিতরন কর্মসূচি পালন করে তৃনমুল বিএনপিকে শক্তিশালী করছেন বরিশাল মহানগর বিএনপির জেষ্ঠ যুগ্ন আহবায়ক আফরোজা খানম নাসরীন। প্রতিদিন নগরীর কোন না কোন ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে সাধারন মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি পালনের জন্য লিফলেট বিতরন ও গণসংযোগ করছেন তিনি। তার এই কাজে খুশি তৃনমুলও।একাধিক ওয়ার্ড বিএনপির নেতাকর্মীদের দাবী ৫ আগষ্টের পর আমাদের নেতাকর্মীদের সংঘটিত রাখাই ছিল বড় চ্যালেন্জ।কেউ টেন্ডারবাজি কেউ দখলবাজিতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু দলের জন্য একমাত্র নাসরিনই বর্তমানে মাঠ জমিয়ে রেখেছে। নাসরীন সমর্থক সুত্রের দাবী বরিশাল মহানগর এলাকার ৩০ টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে লিফলেট বিতরন কর্মসূচি পালন করা হবে।১৬ থেকে ২৬ তারিখ পর্যন্ত ১১ টি ওয়ার্ডে কর্মসূচি নির্ধারন করা আছে আবার দুর্গাপুজো শেষ হলে পুনরায় বাকী ওয়ার্ড গুলোতে কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির জেষ্ঠ্য যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরীন বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মুক্তির সনদ ৩১ দফা ঘোষনা করেছেন। এটা জনগণের দোরগোড়ায় পৌছানো আমাদের দায়িত্ব। তাই ২ টি উদ্দেশ্য নিয়ে আমি প্রতিদিন মাঠে নামছি তা হলো একে ৩১ দফা জনগণের কাছে পৌঁছানো এবং তৃনমুল পর্যায়ে নেতাকর্মীদের সংঘটিত রাখা।এটা অব্যাহত থাকবে।
Post Comment