পিআর পদ্ধতির নির্বাচন জাতীয় স্বার্থের পরিপন্থী : নয়ন
ভোলা প্রতিনিধি ॥
ভোলা-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, জামায়াতসহ যেসব দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে, তা অযৌক্তিক এবং জাতীয় স্বার্থবিরোধী। তিনি আরও বলেন, দাবিগুলো আলোচনার টেবিলে রয়েছে এবং আলোচনার মাধ্যমেই এর সমাধান হবে। তবে বাংলাদেশের বাস্তবতায় পিআর পদ্ধতির নির্বাচন গ্রহণযোগ্য নয়। জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে, যেখানে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
শুক্রবার চরফ্যাসনের ব্রজগোপাল টাউনহলে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নয়ন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। নিরক্ষরতা দূরীকরণ ও সাধারণ শিক্ষার্থীদের মানোন্নয়নে তিনি জীবনভর সংগ্রাম করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচিতেও শিক্ষার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে শিক্ষার্থীর যোগ্যতা ও মেধা অনুযায়ী রাষ্ট্র সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভুট্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল প্রমুখ।
কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য আরিফুর রহমান জুয়েল।
এদিকে, বিকেলে নুরুল ইসলাম নয়ন চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।
Post Comment