রোববার আংশিক সূর্যগ্রহণ
অনলাইন ডেক্স ।।
আশিংক সূর্যগ্রহণ হবে রোববার (২১ সেপ্টেম্বর)। আবহাওয়াবিদ নাইমা বাতেন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।
গ্রহণটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ২৯ মিনিটে, কেন্দ্রীয় হবে রাত ১টা ৪১ মিনিটে। গ্রহণ শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে।
গ্রহণের স্থায়িত্ব হবে ৪ ঘণ্টা ২৪ মিনিট।
বাংলাদেশ থেকে গ্রহণটি দেখা না গেলেও নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে দৃশ্যমান হবে।
গ্রহণ শুরু হবে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে উত্তর-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় সময় ৫টা ৫৩ মিনিটে, অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণ-পশ্চিম দিকে হবে সর্বোচ্চ গ্রহণ ১০টা ১৩ মিনিটে। আর গ্রহণ শেষ হবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তর-পশ্চিম দিকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪৮ মিনিটে।
Post Comment