Loading Now

ডেঙ্গু: বরিশালে এক কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিভাগে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ বছর বয়সী কিশোরী তাইয়েবার মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ১৪৯ জন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় তিনি বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছর ২৯ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে বরগুনা জেলায় ১১ জন।

মৃত তাইয়েবা (১৫) পাথরঘাটার বরগুনার বাসিন্দা মুসার মেয়ে। তিনি গত বুধবার শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ১৮ জন, বরিশাল জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৪ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন, পটুয়াখালী জেলার অন্যান্য সরকারি হাসপাতালে ২৭ জন, ভোলায় ৯ জন, পিরোজপুরে ১১ জন, বরগুনায় ৫৫ জন এবং ঝালকাঠিতে ১ জন নতুন ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩৭৯ রোগী চিকিৎসাধীন রয়েছে।

 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগের দুই মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২ হাজার ৬২৪ রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ২১৬ জন। চলতি বছর গোটা বিভাগে ২৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জন, বরগুনায় ১১ এবং পটুয়াখালীতে একজন মারা যান।

Post Comment

YOU MAY HAVE MISSED