Loading Now

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

অনলাইন ডেক্স ।।

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক চাইলেও সেটি দলীয় প্রতীক হিসেবে পাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশনের সিনিয়র সচিব মো. আখতার আহমেদ স্পষ্ট করে বলেছেন, শাপলা প্রতীক ইসির অনুমোদিত তালিকায় নেই, তাই এনসিপিকে বিকল্প প্রতীক প্রস্তাব করতে বলা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সচিব বলেন, বর্তমানে আমাদের তালিকায় ১১৫টি প্রতীক রয়েছে। এর মধ্যে শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী, রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার মধ্য থেকেই প্রতীক বেছে নিতে হয়। এনসিপিও সে নিয়মের বাইরে যেতে পারে না।

আখতার আহমেদ জানান, এনসিপি নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক বরাদ্দের জন্য আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাইয়ে দেখা যায়, এই প্রতীকটি বর্তমানে অনুমোদিত প্রতীকের তালিকায় নেই। তাই কমিশন তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিকল্প প্রতীক প্রস্তাব দিতে বলেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন এবং দল—দুই পক্ষের সম্মতিতেই প্রতীক চূড়ান্ত হবে। কমিশন কোনো অনিয়ম বা ব্যতিক্রমের সুযোগ রাখছে না।

আখতার আহমেদ আরও জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান, এবং অনেক আবেদন এখনো যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে। তবে প্রতীক বরাদ্দসহ অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি ধাপে ধাপে এগোচ্ছে।

এ সময় ইসি সচিব একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। জানান, ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা ও সরকারি ছুটির বিষয়টি বিবেচনায় রেখে সংলাপের সময়সূচি ধাপে ধাপে নির্ধারণ করা হবে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পর্কেও ইসি সচিব বলেন, এ কার্যক্রমও ইতিবাচক অগ্রগতির দিকে। আমরা চেষ্টা করছি প্রতিটি ধাপই স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এগিয়ে নিতে।

তিনি বলেন, নতুন কিছু না ঘটলেও, প্রতিদিন নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকে হালনাগাদ তথ্য দেওয়ার চেষ্টা করছি।

Post Comment

YOU MAY HAVE MISSED