Loading Now

বরিশালে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ রমজান (২০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় সাধারন ডায়েরি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলে সর্দার আবুল হোসেন। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধারে কোন তৎপতরা নেই বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে নগরীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন কীর্তনখোলা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, রাতে জাল পেতে নৌকায় তারা চার জেলে ঘুমিয়ে ছিলো। ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ সোজা নৌকার উপর উঠিয়ে দেয় (লঞ্চের নাম জানা যায়নি)। এতে মোঃ রমজান নদীতে পড়ে নিখোঁজ হন। তবে নিখোঁজের বিষয়ে ভুক্তভোগী পরিবার পুলিশের দারস্থ হলেও তাকে উদ্ধারে কোন তৎপতরা দেখা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ রমজানের খোঁজ পাওয়া যায়নি।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিম কুমার সিকদার জানান, বিষয়টি আমি মৌখিকভাবে শুনেছি, কিন্তু কেউ আমাদের কাছে আসেনি। এরপরও আমরা খোঁজ খবর নিচ্ছি। ইতোমধ্যে নিখোঁজের সন্ধানে ফায়ার সার্ভিসের সাথেও যোগাযােগ করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED