Loading Now

বরিশালে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী নেতা লষ্কর সহ আটক ৫

স্টাফ রিপোর্টার ।।

মহানগর আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক ও সবেক মেয়র খোকন সেরনিয়াবাত ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের সেকেন্ড ইন কমান্ড লষ্কর নুরুল হক কে আওয়ামিলীগের গোপন বৈঠকের প্রস্তুতিকালে গোয়েন্দা তথ্যের ভিওিতে বরিশাল নগরীর বগুড়া রোড সালাম সাইকেল স্টোরের গলির মধ্যে একটি বাসভবনের ভিতর থেকে আটক করা হয়েছে। একই সাথে আরও তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন মহানগর আওয়ামী লীগ নেতা মনসুর আলী খান ও মিরাজ শিকদার। তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

তিনি জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় তাদের নাম রয়েছে। মামলাগুলোতে তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এদিকে লষ্কর নুরুল হকের বিষয় জানা যায়, অনেকদিন ধরে খুজছিলো পুলিশ।পুলিশের কাছে তথ্য ছিল তিনি আইনজীবী হবার সুবাদে নানা স্থানে ঘুরে নেতাকর্মীদের সংগঠিত করতেন তিনি।

এর আগে আজ সোমবার সকালে নগরীর ১০ নং ওয়ার্ড থেকে যুবলীগের দুই নেতাকে মাসুম খান ও আউয়াল খানকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

Previous post

আলোচিত সুরুজ গাজি হত্যা মামলার আসামি জামিনে বেরিয়ে ফের বেপরোয়া;!মামলা তুলে না নিলে প্রানে মেরে ফেলার হুমকি ও মিথ্যা মামলায় ফাসানোর অভিযোগ!

Next post

যুবককে পিটিয়ে হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

Post Comment

YOU MAY HAVE MISSED