Loading Now

যুবককে পিটিয়ে হত্যা, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাকেরগঞ্জে ডাকাত আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বাকেরগঞ্জ উপজেলার উত্তর কবাই গ্রামের মন্নান হাওলাদারের ছেলে শাহীন হাওলাদার, তার ভাই শামীম হাওলাদার ও একই গ্রামের শাহজাহান খানের ছেলে শওকত খান।

উল্লেখ্য- ২৭ সেপ্টেম্বর দিনগত রাতে বাকেরগঞ্জ উপজেলার উত্তর কবাই গ্রামের বাসিন্দা সোহেল খানকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত-পা বেধে পিটিয়ে হত্যা করা হয়। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে প্রচার করে।

সোহেল খানের পরিবার অভিযোগ করেছে, তরমুজ চাষের জন্য জমি ইজারা না পেয়ে একই গ্রামের বাসিন্দা শাহীন, তার ভাই শামীমসহ কয়েকজন পরিকল্পিতভাবে হত্যা করে। এ ঘটনায় সোহেলের মা নিলুফা বেগম বাদী হয়ে মামলা করেছেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি বলেন, আসামিদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED