বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৪র্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ।।
বিশ্বের বিভিন্ন দেশের কৃষকদের উন্নয়ন ও অধিকার রক্ষায় বরিশালের বাবুগঞ্জে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলন-২০২৫। ভেনিজুয়েলার গ্লোবাল ফার্মি বলিভার একাডেমির উদ্যোগে নানান বর্ণাঢ্য আয়োজনে বুধবার (১ অক্টোবর) উপজেলার মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই বৈশ্বিক কৃষক সংহতির চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা ও ভারতে (৪ দেশে) নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত ক্যাপায়া রদ্রিগেজ গনজালেস।
চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনের আহবায়ক ও বরিশাল সদর উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব নুরুল আমিনের সভাপতিত্বে ওই সম্মেলনে গেস্ট অব অনার ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফরএভার লিভিং সোসাইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস। চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনের সদস্য সচিব ও বিশিষ্ট সংগঠক সুজন আহমেদের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বৈশ্বিক কৃষক সংহতির বাংলাদেশ ক্যাম্পেইনের সভাপতি জাহাঙ্গীর হোসেন খান।
চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতির সম্মেলনের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক ফিরোজ, বাবুগঞ্জ উপজেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, মাধবপাশা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি ও সুজন সম্পাদক আরিফ আহমেদ মুন্না, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, চতুর্থ কৃষক সংহতি সম্মেলনের আহবায়ক কমিটির সদস্য আসাদুল করিম পিপুল, শামিল শাহরোখ তমাল, আসাদুজ্জামান মেনন প্রমুখ।
চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতির ওই সম্মেলনে ভেনিজুয়েলা কিউবা, কোরিয়া, তিউনেশিয়া, চীন, নেপাল, ভুটান, থাইল্যান্ড ও ভারতসহ বিভিন্ন দেশের কৃষক প্রতিনিধিদের কৃষিক্ষেত্রের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরে অভিজ্ঞতা বিনিময় করা হয়। এসময় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন মোকাবেলাসহ বিশ্বের কৃষকদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। সম্মেলনের প্রধান অতিথি ভেনিজুয়েলার রাষ্ট্রদূত ক্যাপায়া রদ্রিগেজ গনজালেসকে এসময় বাংলাদেশের ১০ সহস্রাধিক কৃষকের গণস্বাক্ষর করা একটি সম্মাননা স্মারক গ্রন্থ উপহার প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেন অনুষ্ঠানের গেস্ট অব অনার ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপসসহ চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনের আয়োজকরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে বাংলাদেশ ও ভারতসহ ৪ দেশে নিযুক্ত ভেনিজুয়েলার রাষ্ট্রদূত ক্যাপায়া রদ্রিগেজ গনজালেস বলেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদের কারণে আজ গোটা বিশ্ব হুমকির সম্মুখীন। বিশ্ব অর্থনীতি ধ্বংস করার জন্য কৃষকদের কর্মহীন করার যড়যন্ত্র চলছে। আজ পৃথিবীতে যুদ্ধ এবং অশান্তি তৈরি করা হচ্ছে। মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এছাড়াও বিশ্বের শিল্পোন্নত দেশগুলো ক্রমাগতভাবে পরিবেশের ক্ষতি করে যাচ্ছে। এর প্রভাব সরাসরি বিশ্বের কৃষি এবং কৃষকের জীবন ও জীবিকার উপরে পড়ছে। এখনই সচেতন না হলে অদূর ভবিষ্যতে পৃথিবীতে তীব্র খাদ্য সংকট দেখা দেবে। খাবার পাবে না পৃথিবীর অর্ধেক মানুষ। ভবিষ্যতের এই বিপর্যয় এড়াতে হলে বিশ্বের সকল কৃষককে সচেতন এবং ঐক্যবদ্ধ হতে হবে।’
অনুষ্ঠানে গেস্ট অব অনারের বক্তৃতাকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফরএভার লিভিং সোসাইটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস বলেন, ‘বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এই দেশের ৮০% মানুষ কৃষির উপর নির্ভরশীল। তাই দেশ বাঁচাতে হলে আগে কৃষক বাঁচাতে হবে। বাজারে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম চড়া। এদেশের কৃষকরা এখনো তাদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না। আড়ৎদার, মজুতদার সিন্ডিকেটের কাছে কৃষক জিম্মি। তাই পেশা বদল করে ফেলছে কৃষকরা। এই জিম্মিদশা থেকে তাদের উদ্ধার করতে হবে। সরকারিভাবে কৃষি ভর্তুকি প্রদানসহ কৃষকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।’
চতুর্থ বৈশ্বিক কৃষক সংহতি সম্মেলনের সদস্য সচিব ও বিশিষ্ট সংগঠক সুজন আহমেদ জানান, কৃষকদের এই বৈশ্বিক সংহতি সম্মেলন একটি মেলবন্ধন। গ্লোবাল ফার্মি বলিভার একাডেমির মাধ্যমে ভেনিজুয়েলা, কিউবা, কোরিয়া, চীন, জার্মানি, তিউনেশিয়া, থাইল্যান্ড, নেপাল, ভুটান, শ্রীলংকা ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে কৃষক প্রতিনিধিদের সফর এবং আধুনিক কৃষি সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করাই এই সম্মেলনের উদ্দেশ্য। এছাড়াও কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সমন্বিত বাজার ব্যবস্থাপনা এবং বৈশ্বিকভাবে কৃষকদের উন্নয়ন, স্বার্থ সংরক্ষণ এবং অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে ভেনিজুয়েলার সাইমন বলিভার ফার্মি একাডেমি।
Post Comment